Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৬

বাসদ মার্কসবাদী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে গাইবান্ধায় স্মরণ সভা

বাসদ মার্কসবাদী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে গাইবান্ধায় স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক ►

বাসদ মার্কসবাদী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অনন্যসাধারণ কমিউনিস্ট বিপ্লবী প্রয়াত কমরেড মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে  শনিবার দুপুরে গাইবান্ধা জেলা  কার্যালয় চত্বরে বাসদ মার্কসবাদী গাইবান্ধা  জেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে ও  নিলুফার ইয়াসমিন শিল্পীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য প্রভাষক গোলাম ছাদেক লেবু, মাহবুবুর রহমান খোকা, কষক শ্রমিক জনতালীগ জেলা সভাপতি অ্যাড মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ। 
সভায় কমরেড মাসুদ রানা বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এদেশের বাম আন্দোলনে এক স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছিলেন।

কিশোর বয়সেই তিনি বিপ্লবী রাজনীতিকে জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিলেন এবং আমৃত্যু বিরামহীনভাবে এদেশের মাটিতে বিপ্লবী রাজনীতি গড়ে তোলাকেই সাধনা হিসেবে নিয়েছিলেন।তাঁর  বিশ্বাস ও কর্ম অভিন্ন ছিল এবং আমৃত্যু অবিচল ছিলেন। উন্নত সংস্কৃতি-মূল্যবোধ ও বলিষ্ট চরিত্র দিয়ে তিনি সমাজের বিভিন্ন অংশের সাধারণ মানুষ, দলের নেতাকর্মী,অন্যান্য দলের নেতাকর্মীদের আকৃষ্ট ও তাদের মনে গভীর ছাপ রেখে গিয়েছেন।বাংলাদেশের জনগণের শোষণমুক্তির আন্দোলনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর সংগ্রামী জীবন ও অনন্যসাধারণ চরিত্র বিরাট অনুপ্রেরণা হিসেবে সমুজ্জ্বল থাকবে।বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী গণআন্দোলন ও নিপীড়িত মানুষের শ্রেণীআন্দোলন  জোরদার করাই হবে আজকের এ স্মরণসভার স্বার্থকতা। 

এরপর কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে পু®পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পার্টির নেতৃবৃন্দ,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনালএর  মাধ্যমে স্মরণসভার  কাজ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad